ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
রোববার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ওই সীমান্তের ২০৫/৫ আর পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের মালদহ জেলার বেরভাঙ্গা থানার বালারা গ্রামের রমেশ সিংয়ের ছেলে রবীন্দ্র রজব সিং(৫৫)।
১৬,বিজিবির বাঙ্গাবাড়ী বিওপি কমান্ডার নায়েব সুবেদার টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় নাগরিকের বিষয়ে বিএসএফকে অবহিত করা হলেও তারা কোন সাড়া না দেয়ায় সোমবার তাকে গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।