ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
তিনি মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজ খবর নেন। তিনি কর্মরত ডাক্তারদের স্বাস্থ্য সেবায় দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন।
এসময় তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুসারে স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছেন। সে লক্ষ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র নির্দেশনায় তিনি তার উপজেলায় কাজ করছেন বলে জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, ডাঃ আব্দুল কাদেরসহ কর্মরত ডাক্তারগণ।