ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার টিউবঅয়েলের পানি উঠছে না। চৈত্রের প্রচন্ড গরমে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় চরম সংকটে পড়তে হচ্ছে।
উপজেলার বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ টিউবঅয়েল অচলাবস্হায় পড়ে আছে। ছোট ছেলে মেয়েরা কয়েকজন এক সাথে মিলে টিউবঅয়েল চেপে পানি বের করার চেষ্টা করতেও দেখা যায়। শ্যালোমেশিনেও পর্যাপ্ত পানি না ওঠায় সময় মতো ফসলি জমিতেও পানি দিতে পারছেন না কৃষকেরা।
উপজেলার একাধিক ব্যাক্তি জানান, আমাদের বাড়ির টিউবঅয়েলে পানি উঠছে না। যেটুকু পানি পাওয়া যাচ্ছে তাও আবার শরীরের সমস্ত শক্তি দিয়ে চাপতে হচ্ছে। আবার নলকুপ চাপতে গিয়েও আহত হচ্ছে অনেকে।
তবে সচেতন ব্যক্তিরা বলছেন, চৈত্রের এ সময় প্রায় অধিকাংশ এলাকায় এমন সমস্যাই হচ্ছে। তবে পর্যাপ্ত পরিমান বৃষ্টি হলেই এ সমস্যা আর থাকবে না।