ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের র্যাবের একটি দল অভিযান চালিয়ে দেলোয়ার (২০) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে।
সোমবার (১৮ এপ্রিল) রাতে জেলার গোমস্তাপুর উপজেলার ফতেপুর বেলালবাজার এলাকা থেকে আটককৃত যুবকের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ২ টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
আটককৃত ব্যক্তি দেলোয়ার হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর মুক্তারপাড়ার ভেনচু ইসলামের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের র্যাবের একটি দল জানতে পারে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ফতেপুর গ্রামের বেলাল বাজারের পার্শ্বে ২ জন সন্দেহভাজন ব্যক্তি অবৈধ মালামালসহ অবস্থান করছে এ তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে উক্ত স্থানে র্যাবের অভিযানকালে উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দেলোয়ারকে অস্ত্রসহ আটক করে এবং অপর ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।