ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে রহনপুর কলোনি মোড়স্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক লীগ গোমস্তাপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি শরিফুল ইসলাম আনসারীর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস।
আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সহ সভাপতি মহন্ত মহারাজ শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী, সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বাবু, সহ সভাপতি মঈনুদ্দিন প্রমূখ।
এর আগে রহনপুর কলোনি মোড়স্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে র্যালী বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।