ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় ধামইরহাট থানা ভবনে নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, মহান সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
এসময় উপস্থিত ছিলেন, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল হাসান, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার বিনয় কৃষ্ণ।
আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, নওগাঁ পবিস-২ এর সভাপতি মিজানুর রহমান, ডিজিএম শাহীন কবির।
এছাড়াও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক কাউন্সিলর মেহেদী হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।