ধূমকেতু প্রতিবেদক, মান্দা : মুজিব শতবর্ষ ও ঈদকে সামনে রেখে নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের পাকাঘর পেলেন ৫২ পরিবার। সারাদেশে একযোগে উদ্বোধনের পর এসব পরিবারের কাছে ঘরের চাবিসহ জমির কাগজপত্র তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে ইউএনও আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য দেন ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।
সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা, বিজয় কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অনুপ কুমার মহন্ত ও মির্জা মাহবুব বাচ্চু, অধ্যক্ষ জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা খোদাবকস মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমূখ।
এ প্রসঙ্গে ইউএনও আবু বাক্কার সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর তৃতীয় পর্যায়ে নির্মিত বসতবাড়ির উদ্বোধন করেন।
এরপর স্থানীয়ভাবে সুফলভোগী ৫২ পরিবারের হাতে বসতঘরের চাবি, জমির কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান, গৃহ প্রদানের সার্টিফিকেট ও ডিসিআর তুলে দেওয়া হয়।