ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।
আরও উপস্থিত ছিলেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা লীগের নেতৃবৃন্দ।
সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।