ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : আসন্ন পবিত্র ঈদুল ফিতরের উপহার স্বরুপ সারাদেশের ন্যায় নওগাঁর রাণীনগরে তৃতীয় দফায় ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে ৪১টি ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে রাণীনগর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এই ঘরগুলো হস্তান্তর করেন।
পরে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল ভূমিহীন ও গৃহহীনদের হাতে কবুলি দলিল, নামজারি খতিয়ান, গৃহপ্রদানের সার্টিফিকেট ও ডিসিআর তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মাদ হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাবসি চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মাকর্তা মেহেদি হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন ও উপকারভোগিরা।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো জানান, ইতিমধ্যে রাণীনগর উপজেলায় ১ম পর্যায়ে ৯০টি ২য় পর্যায়ে ৩৩ টি মোট ১২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্ণবাসন করা হয়েছে। ৩য় পর্যায়ে ১ম ও ২য় ধাপে (৪১+৫) মোট ৪৬টি পরিবারের অনুকুলে গৃহ নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া গেছে। তন্মধ্যে ৪১ টি গৃহের নির্মাণ কাজ সম্পূর্ন হয়েছে।