ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : সুজানগর পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সাথে পৌরসভার উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় পৌরসভার সভা কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
আরও বক্তব্য রাখেন, সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ও মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা মসজিদের ইমাম মাওলানা মমিনুল ইসলাম মমিন।
দোয়া পরিচালনা করেন, সুজানগর হাসপাতাল জামে মসজিদেও পেশ ইমাম সিদ্দিকুর রহমান।
শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সুজানগর পৌরসভার পক্ষ্য থেকে উপহার প্রদান করা হয়।