ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে থানা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বদলগাছী থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান, পিপিএম।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল এ.টি.এম মাইনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, সহকারী কমিশনার ভূমি চৌধুরী মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বদলগাছী উপজেলার বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।