ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী ডিগ্রী কলেজ ছাত্রলীগ ও পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় ও পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ রায়হান জয়ের সঞ্চালনায় স্থানীয় গ্রামপাঙ্গাসী ডিগ্রী কলেজ চত্বরে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, (৬৪ সিরাজগঞ্জ-৩) আসনের এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন, পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগ, ওয়ার্ড ছাত্রলীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও কৃষকলীগের নেতাকর্মীবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।