ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুরে ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় জনগোষ্টির মাঝে নিজ অর্থায়নে ঈদ উপহার বিতরণ করেছেন আওয়ামীলীগ নেত্রী ও সমাজ সেবক শামীমা জাহান সারা।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার গোমস্তাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার, ইউপি সদস্য আশরাফুল হক তোতাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলার ৬ শতাধিক দুঃস্থ-দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।