ধূমকেতু নিউজ ডেস্ক : ঈদে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। শুক্রবার ভোর থেকে একই চিত্র মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটেও।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জের শিমুলিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। শুক্রবার সরকারি ছুটি শুরু হওয়ায় বৃহস্পতিবার রাত থেকে দুই ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ বাড়তে থাকে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে মাত্র ২৩টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। কিন্তু ঈদ উপলক্ষে ঘরে ফেরা যাত্রীরা ভিড়ের কারণে লঞ্চে উঠতে না পেরে ফেরিতে নদী পার হতে বাধ্য হচ্ছেন। অনেকই আবার আগে গন্তব্যে পৌঁছার জন্য জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে লঞ্চে নদী পার হচ্ছেন।
শিমুলিয়া ঘাট থেকে নৌপথে ১৫৩টি স্পিডবোট ও ৮৫টি লঞ্চ চলাচল করছে। লঞ্চ ও স্পিডবোটে বিপুল সংখ্যক যাত্রী পদ্মা পাড়ি দিচ্ছে।
এই রুটে সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত স্পিডবোট চলাচল করছে। এছাড়া লঞ্চ চলাচল করছে রাত ১০টা পর্যন্ত।