ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের গরীব অসহায় মানুষের মাঝে বিনা মূল্যে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) সকালে পৌরসভা পুঁইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫, ৬ এবং মাদ্রাসায় ৩ নং এর চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, মেয়র রেজাউল কবির চৌধুরী, প্যানেল মেয়র যুগল চন্দ্র, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আপেল মাহমুদ প্রমূখ।
মেয়র রেজাউল কবির চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পৌরসভার খেটে খাওয়া মানুষের মাঝে এসব চাল বিতরণ করা হয়েছে। ৯ ওয়ার্ডে মোট ৪ হাজার ৬শ টি কার্ডের অনুকূলে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।