ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ইটের দেয়ালের চাপায় ইয়ামিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চকাধিন কারিগরপাড়া এ ঘটনা ঘটে। নিহত শিশু ইয়ামিন চকাদিন গ্রামের মজিদুল ইসলামের ছেলে।
রাণনিগর থানার ওসি শাহিন আকন্দ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়ামিনের পরিবারের লোকজন ইফতার করছিল। ইয়ামিল বাড়ির বারান্দায় খেলা করছিল। এসময় হঠাৎ করে ইটের ফাটা দেয়াল ভেঙ্গে পড়ে। এতে শিশু ইয়ামিন ফাটা ইটের দেয়ালের নিচে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে শিশু ইয়ামিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।