ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশরীভূজা ইউনিয়নের দই বিক্রেতা সাদা মনের মানুষ জিয়াউল হক ঈদুল ফিতরকে সামনে রেখে প্রায় জেলার বিভিন্ন এলাকার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।
শনিবার (৩০ এপ্রিল) সকালের তার নিজ হাতে গড়া জিয়াউল হক সাধারণ পাঠাগারে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে এ নগদ অর্থ তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার আলী, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, মূশরিভূজা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আজগর আলী।
আরও উপস্থিত ছিলেন, সন্তোষপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলী ও পূণর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক ও সাংবাদিক ইয়াহিয়া খান রুবেল প্রমুখ।