ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম নান্নু।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে রফিকুল ইসলাম নান্নু তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেখতে দেখতে চলে গেলো রহমত ও মাগফিরাতের দিনগুলো। শেষের দিকেও নাজাতের সময়। আর মাত্র দুই থেকে তিনদিন পরেই বিদায় নিবে আমাদের মাঝ থেকে পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাসকে পেয়ে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি জানতেও পেরেছি। আমাদের সকলের উচিৎ এই রোজার শিক্ষাগুলো অনুযায়ী আমাদের আগামী দিনের পথচলা। সেই সঙ্গে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।