ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন পত্নীতলা উপজেলা সমিতি (পউস) এর উদ্যোগে জাকাত ফান্ডের ব্যবস্থাপনায় গবাদিপশু (ছাগল) লালন-পালন করে আর্থিক ভাবে স্বাবলম্বী ও সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার লক্ষ্যে উপজেলার ১৪ টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ মে) বিকেলে পউস গ্রন্থাগারের সামনে ১৪ টি পরিবারের হাতে এসব ছাগল তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, পউস গ্রন্থাগারের সম্মানিত সভাপতি মোজাহার আলী, সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সভাপতি আহম্মেদ হোসেন বাবু, কোষাধ্যক্ষ ডাঃ আবু রায়হান রাজিন ও পউস এর প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল হাবীব সাত্তি প্রমুখ।
সংগঠনটি জানান, এবার স্বল্প পরিসরে দেয়া হলেও আগামীতে সম্মিলিতভাবে জাকাত ফান্ড কালেকশন করে আরও বেশি পরিবার কে ছাগল, গরু, ভ্যান বা রিকশা দিয়ে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে চায়।