ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে ৮ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিঙ্গাপুর ফেরত এক ব্যাক্তির বিরুদ্ধে। শনিবার বিকেলে উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের এই ঘটনা ঘটে। রোববার মেয়েটির বাবা বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন।
অভিযুক্ত ব্যাক্তির নাম নাজমুল ইসলাম (২৬)। তিনি উপজেলার জোনাইল ইউনিয়নের আজাহার আলীর ছেলে।
শিক্ষার্থীর বাবা বলেন, আমার শশুর বাড়ি একই গ্রামে। আমার মেয়েটি নানার বাড়ি থেকে ফেরার পথে নাজমুল ইসলাম হাত ধরে জোড় পুর্বক রাস্তার পাশে আখের জমি ভিতরে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। মেয়েটির বাড়ি ফিরতে দেরী হওয়া আমার স্ত্রী খুজতে বের হয়। মেয়েটি চিৎকারে বুঝতে পেরে আমার স্ত্রী এগিয়ে গেলে অভিযুক্ত ব্যাক্তি পালিয়ে যায়।
তিনি আরো বলেন, অভিযুক্ত নাজমুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী। কিছুদিন হলো বাড়িতে আসছে। আসার পর থেকেই আমার মেয়েকে রাস্তা ঘাটে দেখলেই ফোন নাম্বার চাইত, বিভিন্ন রকম কথা বলত।
তবে অভিযুক্তে মা নাজমা বেগম বলেন, আর কয়েকদিন পর আমার ছেলে সিঙ্গাপুর চলে যাবে। যার কারনে মেয়েটির পরিবার পরিকল্পিত ভাবে এই অভিযোগ করছে। আমার ছেলে শনিবার সকাল থেকে কাগজপত্র নিয়ে নাটোরে অবস্থান করছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, মেয়েটির বাবা বাদি হয়ে ধর্ষণের অভিযোগ মামলা করেছেন। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।