ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সান্তাহার মালশনে অভিযান চালিয়ে শরিফুল ইসলাম টুকু (৫০) নামের এক তালিকাভুক্ত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার শার্টের বাম পকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলামের তত্ত্বাবধানে উপপরিদর্শক রকিব হাসানের নেতৃত্বে ফাঁড়ির সদস্যরা অভিযানটি পরিচালনা করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম জানান, ওই দিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌরসভার মালশন গ্রামের সামনে সান্তাহার-টু রানীনগর সড়কে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।