ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : নাটোরে ‘জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন এবং সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ডাসকো ফাউন্ডেশন এর উদ্যোগে এবং নেটজ্ বাংলাদেশের কারিগরী সহযোগিতায় এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
রোববার (২২ মে) হয়বতপুর স্কুল এন্ড কলেজ, লক্ষীপুর খোলাবাড়ীয়া,নাটোর শ্রেণী কক্ষে সকাল ৯ টা হতে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত Young People at High Schools Strengthen Women’s Rights and Inclusive Governance in Bangladesh (YUKTA) প্রকল্পের “জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন এবং সহিংসতা প্রতিরোধ” বিষয়ক এক দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে নাটোর সদর উপজেলার হালসা,লক্ষীপুর খোলাবাড়ীয়াএবং হরিশপুর ইউনিয়নের গ্রাম, ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ের সিএসও (নাগরিক সমাজ সংগঠন) এর সদস্যসহ মোট ২৪ জন (নারী-১২জন, পুরুষ-১২ জন) সদস্য অংশগ্রহণ করেন।
কর্মশালায় ডাসকো ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন, এরিয়া কোঅর্ডিনেটর ভানু রানী রায়, ফিল্ড ফ্যাসিলিটেটর রন্জন রায়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন, হয়বতপুর স্কুল এন্ড কলেজ এর শিক্ষক আব্দুল মজিদ ।