ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ঝড়ে ক্ষতিগ্রস্ত সেই পরিবারগুলোর মাঝে ২০ কেজি করে ২০০ পরিবারে মোট চার হাজার কেজি চাল দেয়া হয়েছে।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে বৃহস্পতিবার (২৬ মে) বিকেল তিনটা নাগাদ পারইল ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ করা হয়।
পারইল ইউনিয়নে চাল বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুর রহমান, মেম্বার সখিন উদ্দীন ও গোলাম মোস্তফাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষে প্রতি পরিবারে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের ঘরের টিন ও আর্থিক সহায়তার চাহিদা উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মে রাতে প্রচন্ড ঝড়ে উপজেলার পারইল ইউনিয়নের হারাইল, সংকরপুর ও কামতা এবং বড়গাছা ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুই শতাধীক বাড়ী-ঘর লন্ড ভন্ড হয়ে যায়। এছাড়া কয়েকটি মাটির বাড়ী ঘর সম্পন্ন বিধস্ত হয়ে যায়।