ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সারাদেশে চলমান স্বাস্থ্য বিভাগের অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধের অভিযানের অংশ হিসেবে ২ টি ডায়াগনষ্টিক সেন্টার ও ১ ক্লিনিকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মে) বিকেলে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রহনপুর ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার ও রাজ ডায়াগনষ্টিক সেন্টার এবং রহনপুর পুরাতন বাজারে অবস্থিত ইসলামীয়া নার্সিং হোমকে বৈধ কাগজপত্র না থাকায় সিলগালা করেন।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আব্দুল হামিদ জানান উপজেলায় মোট ২৪ টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে শনিবার স্বাস্থ্য বিভাগের সুপারিশক্রমে ২ টি ডায়াগনষ্টিক সেন্টার ও একটি ক্লিনিককে বৈধ কাগজপত্র না থাকায় সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।