ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে বিগত কয়েক বছরের তুলনায় গাছে গাছে বেড়েছে বাবুই পাখির বাসা। লক্ষ করা গেছে উপজেলার পর্যাপ্ত তাল গাছের অভাবে নারিকেল গাছে বেধেঁছে বাবুই পাখির বাসা। বর্তমানে উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁনপাড়াসহ বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে বাবুই পাখির বাসা।
উপজেলার সচেতন ব্যাক্তিরা মনে করছেন, মানুষের মধ্যে সচেতনতা আগের চেয়ে অনেকাংশে বেড়েছে। ফলে পাখি সিকারিদের দৌরাত্ন কমে গেছে অনেকাংশে। শনিবার বাড়ি থেকে বেড় হতে চোখে পড়ে একটি উঁচু নারিকেল গাছে বেশ কয়েকটি বাবুই পাখির বাসা দেখা মেলে। আকাশ মেঘলা থাকায় স্পষ্ট ছবি তুলতে না পারলেও ছোট ছেলেমেয়ের সংগ্রহ করা বাবুই পাখির বাসা সরাসরি তুলে ধরা হলো প্রকাশিত প্রতিবেদনে। সম্ভবত তারা এখানে আশ্রয় নেওয়ার জন্য বাসা বাধছে বাবুই পাখি।
সিরাজগঞ্জ সদর সিটি ব্যাংকের ড্রাইভার আবুল হাসেম প্রামাণিক বলেন, প্রায় কয়েক বছর পর আমার গ্রামের বাড়ি রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া একটি নারিকেল গাছে বাঁসা বেধে বসবাস করছে বেশ কিছু বাবুই পাখি। সম্ভবত বড় বড় তালগাছের অভাবে এই পাখিগুলো নারিকেল গাছেই বাসা বাঁধছে। তবে পাখিদের উপযুক্ত পরিবেশ ও বেশি বেশি তাল গাছ রোপণ করা হলে অনায়াসে দেখা মিলবে বিভিন্ন প্রজাতির বাবুই পাখি।