ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার তিন ইউনিয়নে ২০২২-২৩ অর্থবছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ মে) আয়োজিত সুধী সমাবেশের মধ্য দিয়ে বিষ্ণুপুর, প্রসাদপুর ও মান্দা সদর ইউনিয়নে এ বাজেট ঘোষণা করা হয়।
এ উপলক্ষে বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আজমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান প্রমূখ।
শেষে এ ইউনিয়নে ২ কোটি ৭৭ লাখ ২০ হাজার ৬৮১ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি সচিব ইউনুস আলী।
অন্যদিকে প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য দেন অধ্যক্ষ জহুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আয়েন উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক সদেরুল ইসলাম প্রমূখ।
এ ইউনিয়নে ২০২২-২৩ অর্থ বছরে ২ কোটি ৪২ লাখ ৫১ হাজার ৩২৩ টাকার বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব জাইদুল ইসলাম।
এছাড়া মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনুপ কুমার কুন্ডু, সাবেক চেয়ারম্যান মহসীন রেজা, যুবলীগ নেতা কামরুল ইসলাম পাশা প্রমূখ।
আলোচনা সভার আগে এ ইউনিয়নে ৩ কোটি ৪০ হাজার ৯৭৪ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মিজানুর রহমান।