ধূমকেতু নিউজ ডেস্ক : রাজবাড়ীর কালুখালীতে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে কালুখালী উপজেলার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুর রহমান জানান, ট্রাকটি কুষ্টিয়া থেকে রাজবাড়ী যাচ্ছিল। পথে ওই এলাকায় বিপরীতমুখি একটি প্রাইভেট কারকে চাপা দিলে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। হতাহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়েছে।