মান্দায় প্রতারক চক্রের দুইজন আটক

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার সময় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (১ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সতিহাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃত হলেন, উপজেলার গনেশপুর ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে ফজলুল হক (৪০) ও মৈনম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে এনামুল হক (৩০)।

এদের মধ্যে ফজলুল হক সাতবাড়িয়া বিএম কলেজে কম্পিউটার ল্যাব অ্যাসিসটেন্ট পদে কর্মরত আছেন। অন্যদিকে এনামুল হক একজন ব্যবসায়ী। উপজেলার সতিহাটে ভাইভাই সু ষ্টোর নামে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

চাকরি প্রত্যাশী উপজেলার কসবামান্দা গ্রামের মুক্তা খাতুন জানান, আলালপুর গ্রামের খোরশেদ আলম নামে একব্যক্তির মাধ্যমে ফজলুল হকের সঙ্গে তাঁর পরিচয় ঘটে। ফজলুল হক শিক্ষক পরিচয়ে তাঁকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন। এ কাজে তিন ধাপে তাঁর সঙ্গে ১৮ লাখ টাকার চুক্তি হয়।

মুক্তা খাতুন আরও বলেন, আগামি শুক্রবার রাজশাহী বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুক্তি মোতাবেক নিয়োগ পরীক্ষার আগে তিন লাখ টাকা দাবি করেন ফজলুল হক। সেই টাকা নিতে বুধবার তাঁকে সতিহাটে এনামুল হকের দোকানে ডেনে নেওয়া হয়। সেখানে তাঁদের হাতে ২ লাখ ৮০ হাজার টাকা ধরিয়ে দেন। এসময় তাঁদের হাতেনাতে আটক কওে পুলিশ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সতিহাটে অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Scroll to Top