জয়পুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : নানা আয়োজনে জয়পুরহাটে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস।

দিবসটি উপলক্ষে বুধবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় জেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা-পিপিএম-সেবা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এসএম সোলায়মান আলী প্রমুখ।

Scroll to Top