নওগাঁর মান্দায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ, প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স নাবায়ন না থাকার অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ক্লিনিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সদর প্রসাদপুর বাজারের পুপলার ও একতা ডায়াগনস্টিক সেন্টারসহ দেলুয়াবাড়ি রোগ মুক্তি ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, প্রয়োজনীয় কাগজপত্রসহ লাইসেন্স নাবায়ন না থাকায় পুপলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা ও ল্যাব অ্যাসিস্টেন্টের কাগজপত্রসহ লাইসেন্স না থাকার অভিযোগে একতা ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় কাগজপত্র ও অপারেশনের পরিবেশ না থাকার অভিযোগে দেলুয়াবাড়ি রোগমুক্তি ক্লিনিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাসনিম হুসাইন আরিফ, স্যানিটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার, মান্দা থানার সহকারী উপপরিদর্শক খলিলুর রহমান।

Scroll to Top