ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ৬ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাবেক চেয়ারম্যান শারিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুন) সন্ধ্যার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শারিকুল ইসলাম উপজেলার ঠাকুরমান্দা এলাকার বাসিন্দা। ২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, চেক ডিজঅনারের ৬ মামলায় সাবেক চেয়ারম্যান শারিকুল ইসলামকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন আদালত। এসব সাজা মাথায় নিয়ে দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।
ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপপরিদর্শক আলতাফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ আজ শুক্রবার রাজশাহীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। আগামিকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।