IMG-LOGO

শুক্রবার, ২০শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাউন্সিলর ইস্যুতে নিজের অবস্থান জানালেন সারজিস আলমদুর্নীতির তদন্তে নাম জড়াল ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকেরসাদপন্থি নেতা মাওলানা মুয়াজ বিন নূর গ্রেপ্তারবাংলাদেশ কি ওয়ানডের শোধ টি-টোয়েন্টিতে নিলঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য উজানখলসী ইউনিয়ন ভূমি অফিসমোহনপুরে তথ্য প্রাপ্তি ও জলবায়ু পরিবর্তনে করণীয় শীর্ষক সভাবাঘা সংগ্রামী দলের কমিটি বিলুপ্ত‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অনড় সৌদি’মা হলেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যবিএনপির চেয়ারপারসন অসুস্থ থাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিতব্যাংক ডাকাতিকালে ৩ ডাকাতের আত্মসমর্পণগোমস্তাপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষারুপালি ব্যাংকের জিম্মিদের উদ্ধারে যেকোনো সময় পুলিশের অভিযানহত দরিদ্র জনগোষ্ঠির মাঝে লফস এর শীতবস্ত্র বিতরণমহানগরীতে চাঁদা চেয়ে হুমকি,গ্রেপ্তার ১
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের মূলহোতাসহ ১৩ পরীক্ষার্থী আটক

নওগাঁয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের মূলহোতাসহ ১৩ পরীক্ষার্থী আটক

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : সারা দেশের মতো নওগাঁতে শেষ ধাপে অুনষ্ঠিত হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। শুক্রবার (৩ জুন) নওগাঁ জেলা শহরের ২৫টি কেন্দ্রে ১৪হাজার ২শত ২৫জন চাকরী প্রত্যাশী পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এরমধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ১ জন মূলহোতাসহ ১১ জন পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এবং ২ জনকে ২শ টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি ৮ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, এনএসআই ও ডিবি পুলিশ গোপন সূত্রে প্রশ্নফাঁস চক্রের বিষয়টি জানতে পেরে উক্ত চক্রের মূল হোতা মেহেদী হাসান ও তার স্ত্রী কনা খাতুনসহ পরীক্ষার্থীদের উপর নজরদারি অব্যাহত রাখা হয়। এতে উক্ত চক্রের একজনকে আটক করা গেলেও অন্যান্য সদস্যদের সুনির্দিষ্ট অবস্থান বের করতে না পারায় তাদের আটক সম্ভব হয়নি। পরবর্তীতে আটককৃত আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধি আইন ১৮৬০ এর ১৮৮ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ১০দিন, ১৫দিন, ২০দিন ও ১মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং এ চক্রের মূলহোতা মেহেদী হাসাননের স্ত্রীর কনা খাতুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আটককৃতরা হলেন, নওগাঁ শহরের নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার পরীক্ষার্থী জেলার বদলগাছী থানার কমলপুর গ্রামের আবু তালেবের মেয়ে আয়শা সিদ্দিকা (২৯), জনকল্যাণ স্কুল হতে পরীক্ষার্থী মহাদেবপুর উপজেলার গাজুয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে শাপলা বানু (২৫), পিএম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী বদলগাছী থানার গাবনা গ্রামের শরিফুল ইসলামের ছেলে আসলাম হোসেন (৩০) একই থানার পশ্চিম বালুভরা গ্রামের আল আমিন (৩০), বিএমসি মহিলা কলেজের পরীক্ষার্থী বদলগাছী থানার রুকনপুর গ্রামের আবু সালেকের ছেলে জুবায়ের হোসেন (৩০), মান্দা থানার কালিকাপুর গ্রামেরআব্দুস মেয়ে লিমা আক্তার (২২), আত্রাই থানার বান্দায়খাড়া গ্রামের শামসুর রহমান সাফিয়া খাতুন(২৯), মহাদেবপুর উপজেলার বাগডুব গ্রামের জিল্লুর রহমানের মেয়ে জোলেখা খাতুন (২৮)। এছাড়া আরও ৩ জনকে আটক করে সাজা দেওয়া হয়েছে। আর ২ জনকে ২শ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র সমূহে এই পরীক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করার অভিযোগে কেন্দ্রসমূহের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদেরকে পরীক্ষা কেন্দ্র হতে বহিষ্কারসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১ মাসের বিনাশ্রম দন্ড প্রদান করা হয় ও প্রশ্নফাঁস চক্রের মূল হোতাদের একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news