ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (৪ জুন) সকাল ১০ টায় সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আব্দুল মমিন মন্ডলের নেতৃত্বে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিক্ষোভ মিছিলটি নিয়ে মুকুন্দগাতী বাজার যাত্রী ছাওনি চত্বরে এসে সমাবিত হয়ে প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা।
সিরাজগঞ্জ ৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব পেয়েছি। আজকে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও বিচক্ষণতায় এদেশ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই আবার তাকে হত্যার ষড়যন্ত্র করছে জামায়াত বিএনপি আওয়ামী লীগ দেশের জনগণকে সাথে নিয়ে জামায়াত বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত বলে তিনি জানান।
মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানূর বিশ্বাস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলখোশ আলী প্রামানিক, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রামানিক সহ, বেলকুচি থানা ছাত্রলীগ, যুবলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।