নাচোলে আ.লীগের বিক্ষোভ মিছিল

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্ধত্যপূর্ণ স্লোগান, সরকার উৎখাতের ষড়যন্ত্র ও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণের পর উপজেলা ও পৌর আাওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে মধ্যবাজার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলটি দলীয় কার্যালয়ে এসে মলিত হয়।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, সাবেক ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম ও পৌর ছাত্রলীগের সভাপতি তুষার।

এসময় উপস্থিত ছিলেন, নাচোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, কসবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তারসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

Scroll to Top