রায়গঞ্জে মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস প্রকল্পের ভিত্তিপ্রস্তর কাজের উদ্ভোধন

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের সহযোগীতায় বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও পৌরসভায় ২৭ টি বীর নিবাস তৈরীর ভিত্তি প্রস্তর কাজের উদ্ভোধন হয়েছে।

শনিবার (৪ জুন) বেলা ১১ টায় উপজেলায় প্রশাসনের তত্ত্বাবধানে এই কাজের উদ্ভোধন করা হয়।

পৌরসভার বাসিন্দা মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার পরিবারের জন্য বরাদ্ধকৃত বীর নিবাস ইমারতের ভিত্তি প্রস্তর কাজটি আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধনের মধ্য দিয়ে এই মহৎ কাজটি একযোগে শুরু হয়।

কাজটি উদ্ভোধন করেন পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান।

এসময় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক কেএম রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য পলাশ সরকার, প্রভাষক নজরুল ইসলাম, সাংবাদিক এম. আবদুল্লাহ সরকার, সাদ এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্ণধর সাদরুল আলম সাহান, অফিস সহকারী (পিআইও) আনোয়ার হোসেন প্রমুখ।

Scroll to Top