ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণ নাশের হুমকি ও দেশব্যাপী বিএনপি জামাত ও স্বাধীনতা বিরোধী চক্রের অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) বিকেল ৫ টায় টিএনটি মোড়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবুর সভাপতিত্বে ও সম্পাদক জাভেদ নওরোজ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্যরাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন।
সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ডিজিটাল আর্কাইল ও পাঠাগার বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল এম এ হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, দপ্তর সম্পাদক আবু তালেব, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আনজুয়ারা, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু।
আরও উপস্থিত ছিলেন, নওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুবেল আহমেদ, পত্নীতলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সামসুল হক, প্যানেল মেয়র মেহেদী হাসান, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ হাসান, সম্পাদক জহুরুল ইসলাম, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এহসান হোসেন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখ।
পরে টিএন্ডটি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।