ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সভা

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (৫ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান।
আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ, ইউপি চেয়ারম্যান শাহ-জালাল আহম্মেদ, ৩০ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি মাহমুদা খানম, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শাহজাহান মোল্লা প্রমূখ।
সভায় বক্তারা পরিবেশ বাঁচাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার জন্য বলেন। পরিবেশ নষ্ট হলে মানুষের বেঁচে থাকাও কষ্টের হলে বলে উল্লেখ করেন।