নন্দীগ্রামে সাবেক কমিশনারসহ গ্রেপ্তার ৬

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে সাবেক কমিশনারসহ ৬ জন গ্রেপ্তার হয়েছে।
শনিবার (৪ জুন) রাতে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে ওই ওয়ার্ডের সাবেক কমিশনার কালিকাপুর গ্রামে কাদের ফকিরের ছেলে ফজলুল হক বাচ্চু (৫০), ইউসুফ আলীর ছেলে সাহেব আলী (৪৮), সেকেন্দার ফকিরের ছেলে ফিরোজ ফকির (৪০) ও বাবলু ফকিরের ছেলে উজ্জল হোসেন (৩০) কে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করে।
অপরদিকে শনিবার বিকেলে থানার উপপরিদর্শক (এসআই) চান মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ভাটগ্রাম ইউনিয়নের কাথম বেড়াগাড়ী গ্রামে অভিযান চালিয়ে ৩টি গাঁজার গাছসহ কাথম পশ্চিমপাড়ার নূর আলমের ছেলে রবিউল ইসলাম (২৩) ও নন্দীগ্রাম কলেজপাড়ার আবু সামাদের ছেলে সেলিম হোসেন (৩৪) কে গ্রেপ্তার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।