ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে অবসরে যাওয়া পাঁচজন শিক্ষক-কর্মচারিকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (১১ জুন) দুপুরে উপজেলার আইওরপাড়া উচ্চ বিদ্যালয় চত্বর এসব অনুষ্ঠানে আয়োজন করে বিদ্যালয় পরিচালনা কমিটি।
অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসাহাক আলী সরদার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ যতিন্দ্র মোহন প্রামানিক, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফুর, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, জোতবাজার আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থী আযরাফ জাওয়াত আয়মান, দশম শ্রেণীর শিক্ষার্থী রোকসানা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয় থেকে অবসরে যাওয়া প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী শিক্ষক ইব্রাহীম পাটোয়ারী, সহকারী শিক্ষক সামসুদ্দীন প্রামানিক ও সহকারী শিক্ষক হাবীবুর রহমানসহ অফিস সহকারী আশরাফুল ইসলাম মÐলকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।