ধূমকেতু প্রতবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় জাল টাকাসহ আমিনুল হক ওরফে মিঠু (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। তিনি নওগাঁ জেলার রানীনগর উপজেলার বনমালিকুড়ি এলাকার রেজাউল হকের ছেলে।
সিপিসি-২ নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে কোম্পানী অধিনায়ক ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে সিংড়া উপজেলার ছাতারবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই যুবকের দেহ তল্লাশি করে বাংলাদেশি জাল ১ হাজার টাকার ১৫টি নোট উদ্ধার শেষে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতে পাঠানো হয়েছে।