ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে মহানবী (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) আত্রাই উপজেলা ইমাম উলামা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল মিছিল বের হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ মাঠে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি আলহাজ মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা মুজাহিদ খান, জাতীয় ইমাম সমিতি আত্রাই উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুস ছালাম, ক্বারী আমিনুল ইসলাম, মাওলানা রিজওয়ানুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আখতারুজ্জামান প্রমুখ।
সভায় বক্তাগণ ভারতে বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও দলটির দায়িত্বশীল নেতা নবিন কুমার জিন্দাল সম্প্রতি মহানবী (স.) কে নিয়ে কটুক্তি করেছেন এর জন্য তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।