ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি সদ্যসরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০ লাখ টাকা মূল্যের ২ কেজি হেরোইন উদ্ধার করেছে।
মঙ্গলবার (১৪ জুন) রাতে সোনামসজিদ বিওপির চকপাড়া নলডুবি এলাকায় এ অভিযান চালায় বিজিবি সদস্যরা।
৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, তার নেতৃত্বে সোনামসজিদ বিওপির টহল দল গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১ দিকে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৮৩/২-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের চকপাড়া নলডুবি ব্রীজের নামক স্থানে টহল দেওয়ার সময় ২ চোরাকারবারীকে দেখতে পায়।
এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে একটি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দল তাদের ফেলে যাওয়া ব্যাগ হতে উক্ত হেরোইন উদ্ধার করে।
তিনি আরও জানান, চোরাকারবারীরা অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষে সীমান্তে টহল জোরদার করার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।