ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট দিতে এসে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১৫ জুন) বিকেল ৩ টা ৩৮ মিনিটে ওই ইউনিয়নের বিনশিরা গোড়না সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটককৃত যুবক হলেন, পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের কাশরা গোবিন্দপুর গ্রামের বাবুলের ছেলে মোসাদ্দেক (২২)।
পুলিশ ও ভোটকেন্দ্র সূত্রে জানা যায়, বুধবার বিকেলের দিকে মোসাদ্দেক নামের ওই যুবক এক ভোটারের জাল ভোট দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় তাকে আটক করে। এসময় ওই কেন্দ্রের দায়িত্বরত পুলিশের এসআই সাগর সরকার মোসাদ্দেক তাকে আটক করে প্রিজাইডিং অফিসারের নিকট হস্তান্তর করেন।
প্রিজাইডিং অফিসার মিনহাজুল ইসলাম জানান, জাল ভোট দিতে আসা যুবক মোসাদ্দেককে আটক করা হয়েছে। সে কোন প্রার্থীর হয়ে ভোট দিতে এসেছে তা জানার চেষ্টা চলছে। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।