ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ভাড়াটিয়া বাহিনী দিয়ে বিবাদমান সম্পত্তিতে নির্মাণাধীন একটি স্থাপনা ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রোববার (১৯ জুন) দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি মোড়ে ভাঙচুরের এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কামরুজ্জামান প্রামানিক জানান, নীলকুঠি মোড়ে ক্রয়কৃত সম্পত্তিতে তিনি দোকানঘর নির্মাণ করছিলেন। ওই সম্পত্তি মীরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম নিজের দাবি করায় বিরোধের সৃষ্টি হয়। বিবাদমান বিষয় নিয়ে মান্দা থানায় অভিযোগও করেন প্রতিপক্ষ নজরুল ইসলাম।
কামরুজ্জামান অভিযোগ করে বলেন, ওই নিয়ে একাধিকবার সালিস বৈঠক হলেও প্রতিপক্ষের নজরুল ইসলাম কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ অবস্থায় সেখানে স্থাপনা নির্মাণ শুরু করা হলে থানায় অভিযোগ দিলে পুলিশ নির্মাণ কাজ বন্ধ করে দেন। আজ রোববার দুপুরে নজরুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জন ভাড়াটিয়া লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নির্মাণাধীন স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, ওই সম্পত্তি তিনি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়েছেন। প্রতিপক্ষ কামরুজ্জামান গংরা সম্পর্কে তাঁর ভাগনে হন। তাঁদের কোনো কাগজপত্র নেই। গায়ের জোরো ওই সম্পত্তিতে তাঁরা স্থাপনা নির্মাণের অপচেষ্টা করছেন।
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, বিবাদমান সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেখানে দোকানঘর নির্মাণের কাজ করছিলেন কামরুজ্জামান। আজ রোববার নজরুল ইসলাম লোকজন দিয়ে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দেন।
তিনি আরও বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছার আগেই হামলাকারীরা সটকে পড়েন।