ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনার তারাবাড়িয়া আবু বকর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নবম শ্রেীর ছাত্র মো.শোয়াইব আহমেদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে বখাটেরা। সে সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের চরপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে এবং ওই মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী। আহত ওই ছাত্রকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার দুপুর সোয়া একটার দিকে স্থানীয় তারাবাড়িয়া বাজার এলাকায়।
শরিফুল ইসলামসহ মাদ্রাসার একাধিক শিক্ষার্থী জানান, বেশ কিছুদিন ধরে ইমন সবুজ, নিরব সহ স্থানীয় কয়েকজন বখাটে মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। আর এ ঘটনার প্রতিবাদ করায় রোববার মাদ্রসা থেকে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে শোয়াইব আহমেদকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। এসময় স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র শোয়াইব সোমবার জানান, ইমন সবুজ, নিরবসহ স্থানীয় কয়েকজন বখাটে মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলো। কয়েকজন শিক্ষক ও আমরা ছাত্ররা এ বিষয়ে প্রতিবাদ করায় বখাটেরা আমার প্রতি ক্ষিপ্ত ছিল। রোববার আমি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ভ্যান থেকে আমাকে টেনে-হেঁচড়ে নামিয়ে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে তাঁরা। এদিকে এ ঘটনার অভিযুক্ত ব্যক্তিদেরকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্যরা। সোমবার দুপুর ১২টায় মাদ্রাসার সামনে সুজানগর-পাবনা সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এসময় মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস এ ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
মানববন্ধন কর্মসূচি পালনকালে শিক্ষক-শিক্ষার্থীরা এভাবে একজন ছাত্রকে প্রকাশ্যে মারপিট করে জখম করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মাদ্রাসায় যাতায়াতের রাস্তার বেশ কয়েকটি স্থান এখন বখাটেদের নিয়ন্ত্রণে। ছাত্রীরা যখন তখন বখাটেদের দ্বারা আক্রান্ত হচ্ছে। আক্রান্ত ছাত্রীরা বেশিরভাগই মুখ খুলতে সাহস পায়না। ফলে বখাটেদের উৎপাত দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এর প্রতিকার না হলে নারী শিক্ষায় নেতিবাচক প্রভাব পড়বে। তাই সংশ্লিষ্ট প্রশাসনের নিকট বখাটেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান তাঁরা।
মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুল্লাহ সোমবার জানান, ছাত্রকে মারপিট করে জখম করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আইনগত ব্যবস্থ্য গ্রহণের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি মৌখিকভাবে অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।