ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় এমপি ইমাজ উদ্দিন প্রামাণিকের ঐচ্ছিক তহবিল হতে প্রাপ্ত অর্থ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জুন) দুপুরে ইউএনওর সভা কক্ষে এসব অর্থ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি ইমাজ উদ্দিন প্রামাণিক।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউর করিম প্রমুখ।
পরে ১০০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।