ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় নজিপুর নতুনহাট বণিক কমিটির নির্বাচনে মিজানুর রহমান সভাপতি এবং আরমান আলী সরদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (২২ জুন) নতুন হাট এলাকার গোয়ার্স মার্কেটে সকাল ৯ হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন হয়।
এতে মেসার্স মিজান ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মিজানুর রহমান ১২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসার্স জামাল ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মোস্তফা কিবরিয়া ঘোড়া প্রতীকে ১০২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মেসার্স সরদার ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী আরমান আলী সরদার গরুর গাড়ি প্রতীকে ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উজ্জল হোসেন মাছ প্রতীকে ৬৭ ভোট পেয়েছেন।
অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন সহ সভাপতি পদে বকুল সরকার ১৫৭ভোট, সহ সেক্রেটারি পদে সনাতন ১৩৪ ভোট, দপ্তর সম্পাদক পদে আব্দুল কাদের ১৬৬ ভোট, আমিনুল ইসলাম ১৪০ভোট, রোড সদস্য (নওগাঁ রোড) আক্তার হোসেন ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এই নির্বাচনে মোট ১৩ টি পদের নির্বাচন হয় এরমধ্যে ৬ টি পদের বিণা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয় এবং সাতটি পদে ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। মোট ভোটার ছিল ২৩৩ জন সভাপতি পদে দুই জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন কমিশনার সাজেদুল ইসলাম সাজু বলেন সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে ভোটারদের উপস্থিতি ভালো ছিল এবং ফলাফল নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষেরই কোন অভিযোগ নেই।