ধূমকেতু প্রতিবেদক, ঝিকরগাছা : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ঝিকরগাছা উপজেলা আহবায়কের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পূর্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির ওয়াপদাহ রোডের টোকিও টাওয়ারের নিজেস্ব কার্যালয়ে সামনে থেকে একটি র্যালী বের হয়।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার সময় র্যালী ও উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম লাবু, সৈয়দ রাসেল, শামছুজ্জোহা লোটাস, শেখ ইমরান।
আরও উপস্থিত ছিলেন, সদস্য ওমর শরীফ সাকি, জাহিদুল ইসলাম, মাহমুদ মুকুল, ফারুক হোসেন, এনামুল হক মনি, শাহাদৎ হোসেন, প্রিন্স আহম্মেদ, সাজ্জাদুল জামান রনি, শাহ জামাল শিশির, মিন্টু মিয়া প্রমুখ।