ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গৌরব ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সভা স্থলে এসে শেষ হয়।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ধানগড়া বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, ৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, রায়গঞ্জ পৌর সভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক রেজাউল করিম তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব রহমত আলী মাষ্টার, ছাইদুল ইসলাম চাঁন, আব্দুল হালিম খান দুলাল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার শরীফ উল আলম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম তালেব, ফিরোজ উদ্দিন খাঁন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শিহাবসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।