ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফতেপুর ইউনিয়নের সেন্দুরমতি গ্রামের আবু বক্করের কিশোরী কন্যা শহিজন(১৭) বাল্যবিয়ের কারণে স্বামীর সাথে বনিবনা না হওয়াতে অভিমানে বাড়ীর পাশে আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নাচোল থানার ওসি(তদন্ত) আব্দুল ওয়াহাব জানান, উপজেলার ফতেপুর ইউনিয়নের সেন্দুরমতি গ্রামের আবু বক্করের ১৭বছরের কিশোরী কন্যা শহিজন গত বুধবার রাতে বাড়ীর পাশে আব্দুর রাজ্জাকের আমবাগানের আমগাছের ডালে গলায় নাইলনের রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তিনি আরও জানান, রাতেই শহিজনের বাবা-মা স্বজনদের বাড়িতে অনেক খুঁজাখুঁজি করে। পরে ওই রাতেই প্রতিবেশীর আমগাছে শহিজনের ঝুলন্ত লাশ দেখে নাচোল থানাপুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলাসদর হাসপাতালে পাঠায়।
কিশোরীর আত্মহত্যার করাণ তার পরিবার না জানালেও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলু জানান, মেয়ের বাপ-মা মেয়েটির বাল্য বিয়ে দিয়েছিল। বিয়ের পর পরই স্বামীর সাথে বনিবনা না হওয়ার কারণে বাপের বাড়িতেই ছিল ওই মেয়ে। আত্মহত্যার কারণ হিসেবে গ্রামবাসীর ধারণা বাল্য বিয়ের কারণে স্বামীর সাথে বনিবনা না হওয়ার জন্য কিশোরী শহিজন অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে।
এব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।